আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৫৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৫৯. হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন: তোমরা যুলম করা থেকে বিরত থাক। তোমরা লোভ থেকে বেঁচে থাক। কেননা, তা তোমাদের পূর্ব পুরুষদের ধ্বংস করেছে। তাদেরকে কৃপণ হতে অনুপ্রাণিত করেছে। ফলে তারা কৃপণতা অবলম্বন করেছে, তাদেরকে পাপের দিকে ধাবিত করেছে, ফলে তারা পাপাচারী হয়েছে। তখন জনৈক সাহাবী দাঁড়িয়ে বলেন: ইয়া রাসূলাল্লাহ্! ইসলামে কোন কাজ সর্বোত্তম? তিনি বলেন: তোমার রসনা ও হাত হতে মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করা। এরপর সে অথবা অন্য এক সাহাবী বলেন: ইয়া রাসূলাল্লাহ্! কোন ধরনের হিজরত সর্বোত্তম। তিনি বলেন: তোমার প্রতিপালকের অপসন্দনীয় কাজ বর্জন করাই উত্তম হিজরত। জেনে রাখ, হিজরতই দুই প্রকার। যথা শহরের লোকের হিজরত এবং বেদুঈনের হিজরত। শহরের লোকের হিজরত হল, দাওয়াতে সাড়া দেওয়া, নেতার আনুগত্য করা। তবে শহরের লোকের হিজরত বিপদ সংকুল যার পুরস্কারও বেশী।
(আবু দাউদ সংক্ষেপে ও হাকিম নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেন: মুসলিম (র)-এর শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
(আবু দাউদ সংক্ষেপে ও হাকিম নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেন: মুসলিম (র)-এর শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3959- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إيَّاكُمْ وَالظُّلم فَإِن الظُّلم ظلمات يَوْم الْقِيَامَة وَإِيَّاكُم وَالْفُحْش والتفحش وَإِيَّاكُم وَالشح فَإِنَّمَا هلك من كَانَ قبلكُمْ بالشح أَمرهم بالقطيعة فَقطعُوا وَأمرهمْ بالبخل فبخلوا وَأمرهمْ بِالْفُجُورِ فَفَجَرُوا فَقَامَ رجل فَقَالَ يَا رَسُول الله أَي الْإِسْلَام أفضل قَالَ أَن يسلم الْمُسلمُونَ من لسَانك ويدك
فَقَالَ ذَلِك الرجل أَو غَيره يَا رَسُول الله أَي الْهِجْرَة أفضل قَالَ أَن تهجر مَا كره رَبك وَالْهجْرَة هجرتان هِجْرَة الْحَاضِر وهجرة البادي
فهجرة البادي أَن يُجيب إِذا دعِي ويطيع إِذا أَمر وهجرة الْحَاضِر أعظمها بلية وأفضلها أجرا
رَوَاهُ أَبُو دَاوُد مُخْتَصرا وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط مُسلم
فَقَالَ ذَلِك الرجل أَو غَيره يَا رَسُول الله أَي الْهِجْرَة أفضل قَالَ أَن تهجر مَا كره رَبك وَالْهجْرَة هجرتان هِجْرَة الْحَاضِر وهجرة البادي
فهجرة البادي أَن يُجيب إِذا دعِي ويطيع إِذا أَمر وهجرة الْحَاضِر أعظمها بلية وأفضلها أجرا
رَوَاهُ أَبُو دَاوُد مُخْتَصرا وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط مُسلم