আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৬০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৬০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: মানুষের যে সকল মন্দ স্বভাব হতে পারে, তার মধ্যে দু'টি স্বভাব অতি মন্দ ও নিকৃষ্ট। আর তা হল ১. অন্তর অস্থিরকারী কৃপণতা এবং ২. ভীতি প্রদর্শনকারী কাপুরুষতা।
(আবু দাউদ ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।
شح هالع অধির, অস্থির হওয়া।
جبن خالغ অধিক ভীত সন্ত্রস্ত হওয়া, ভয়ে জড় সড়ো হওয়া, সামনে পা না বাড়ানো। এর মর্মার্থ হল: অন্তরে প্রচণ্ডভাবে ভীতির সঞ্চার হওয়া এবং হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হওয়া।)
(আবু দাউদ ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।
شح هالع অধির, অস্থির হওয়া।
جبن خالغ অধিক ভীত সন্ত্রস্ত হওয়া, ভয়ে জড় সড়ো হওয়া, সামনে পা না বাড়ানো। এর মর্মার্থ হল: অন্তরে প্রচণ্ডভাবে ভীতির সঞ্চার হওয়া এবং হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হওয়া।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3960- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم شَرّ مَا فِي الرجل شح هَالِع وَجبن خَالع
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
قَوْله شح هَالِع أَي محزن والهلع أَشد الْفَزع
وَقَوله جبن خَالع هُوَ شدَّة الْخَوْف وَعدم الْإِقْدَام وَمَعْنَاهُ أَنه يخلع قلبه من شدَّة تمكنه مِنْهُ
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
قَوْله شح هَالِع أَي محزن والهلع أَشد الْفَزع
وَقَوله جبن خَالع هُوَ شدَّة الْخَوْف وَعدم الْإِقْدَام وَمَعْنَاهُ أَنه يخلع قلبه من شدَّة تمكنه مِنْهُ