আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৫৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৫৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা অশ্লীল বাক্যালাপ থেকে বেঁচে থাক। কেননা, আল্লাহ্ অশ্লীলভাষীকে ভালোবাসেন না। তোমরা যুলম করা থেকে বেঁচে থাক। কেননা, তা কিয়ামতের দিন ঘোর অন্ধকারের কারণ হবে। তোমরা সম্পদের লোভ থেকে বেঁচে থাক। কেননা, তোমাদের পূর্ব পুরুষগণের অধিক লোভ পরস্পরে খুনাখুনির প্রতি অনুপ্রাণিত করেছে, তাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন করেছে এবং হারামকে হালাল জ্ঞান করতে অনুপ্রাণিত করেছে।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি সনদ সহীহ।)
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি সনদ সহীহ।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3958- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إيَّاكُمْ وَالْفُحْش والتفحش فَإِن الله لَا يحب الْفَاحِش الْمُتَفَحِّش وَإِيَّاكُم وَالظُّلم فَإِنَّهُ هُوَ الظُّلُمَات يَوْم الْقِيَامَة وَإِيَّاكُم وَالشح فَإِنَّهُ دَعَا من كَانَ قبلكُمْ فسفكوا دِمَاءَهُمْ ودعا من كَانَ قبلكُمْ فَقطعُوا أرحامهم ودعا من كَانَ قبلكُمْ فاستحلوا حرماتهم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد