আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৫১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
বৃক্ষরোপন এবং ফলবান বৃক্ষরোপনের প্রতি অনুপ্রেরণা
৩৯৫১. হযরত নবী (ﷺ)-এর জনৈক সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এই দুই কানে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। যে ব্যক্তি একটি বৃক্ষ রোপন করল এবং ধৈর্য সহকারে তা সংরক্ষণ করল এবং ফলদান পর্যন্ত তত্ত্বাবধান করল, ঐ বৃক্ষের প্রত্যেকটি ফলের বিনিময়ে তার জন্য আল্লাহর কাছে রয়েছে সাদাকা। অর্থাৎ দানের সাওয়াব।
(আহমাদ ত্রুটিমুক্ত সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন এবং তার বিবরণে একটি ঘটনা রয়েছে।)
(আহমাদ ত্রুটিমুক্ত সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন এবং তার বিবরণে একটি ঘটনা রয়েছে।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الزَّرْع وغرس الْأَشْجَار المثمرة
3951- وَعَن رجل من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول بأذني هَاتين من نصب شَجَرَة فَصَبر على حفظهَا وَالْقِيَام عَلَيْهَا حَتَّى تثمر كَانَ لَهُ فِي كل شَيْء يصاب من ثَمَرهَا صَدَقَة عِنْد الله عز وَجل
رَوَاهُ أَحْمد وَفِيه قصَّة وَإِسْنَاده لَا بَأْس بِهِ
رَوَاهُ أَحْمد وَفِيه قصَّة وَإِسْنَاده لَا بَأْس بِهِ