আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৫২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
বৃক্ষরোপন এবং ফলবান বৃক্ষরোপনের প্রতি অনুপ্রেরণা
৩৯৫২. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি দামেস্কে থাকাকালে বৃক্ষ রোপনের সময় এক ব্যক্তি তার নিকট দিয়ে কোথাও যাচ্ছিল। সে তাকে বলল: আপনি রাসূলুল্লাহ (ﷺ) এর একজন সাহাবী হয়ে একাজ করেছেন? তিনি বলেনঃ তুমি আমার ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্য করো না। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি একটি বৃক্ষরোপন করবে, কোন মানুষ অথবা আল্লাহর কোন সৃষ্টি ঐ বৃক্ষের যত ফল ভক্ষণ করবে, প্রত্যেকটি ফলের বিনিময়ে তার জন্য রয়েছে সাদাকা করার মত সাওয়াব।
(আহমাদ বর্ণিত। পূর্বোক্ত বর্ণনামতে হাদীসটির সনদ সহীহ্।)
(আহমাদ বর্ণিত। পূর্বোক্ত বর্ণনামতে হাদীসটির সনদ সহীহ্।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الزَّرْع وغرس الْأَشْجَار المثمرة
3952- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ أَن رجلا مر بِهِ وَهُوَ يغْرس غرسا بِدِمَشْق
فَقَالَ لَهُ أتفعل هَذَا وَأَنت صَاحب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَا تعجل عَليّ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من غرس غرسا لم يَأْكُل مِنْهُ آدَمِيّ وَلَا خلق من خلق الله إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَة
رَوَاهُ أَحْمد وَإِسْنَاده حسن بِمَا تقدم
فَقَالَ لَهُ أتفعل هَذَا وَأَنت صَاحب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَا تعجل عَليّ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من غرس غرسا لم يَأْكُل مِنْهُ آدَمِيّ وَلَا خلق من خلق الله إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَة
رَوَاهُ أَحْمد وَإِسْنَاده حسن بِمَا تقدم