আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৫০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
বৃক্ষরোপন এবং ফলবান বৃক্ষরোপনের প্রতি অনুপ্রেরণা
৩৯৫০. হযরত খাল্লাদ ইবনে সায়িব তার পিতা সূত্রে বর্ণনা করেন। (তিনি বলেন,) রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি যমীনে ফসল করলে এবং উৎপাদিত ফসল থেকে পাখি ভক্ষণ করলে অথবা কোন প্রাণী ভক্ষণ করলে, তার জন্য তা সাদাকারূপে বিবোচিত হবে।
(আহমাদ ও তাবারানী বর্ণিত। তবে আহমাদের বর্ণনাসূত্র উত্তম।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الزَّرْع وغرس الْأَشْجَار المثمرة
3950- وَعَن خَلاد بن السَّائِب عَن أَبِيه رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من زرع زرعا فَأكل مِنْهُ الطير أَو الْعَافِيَة كَانَ لَهُ صَدَقَة

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান