আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৪৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
বৃক্ষরোপন এবং ফলবান বৃক্ষরোপনের প্রতি অনুপ্রেরণা
৩৯৪৯. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর ইবনে আ'স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন মুসলমান একটি বৃক্ষ রোপন করলে অথবা যমীনে ফসল লাগালে, যত মানুষ অথবা যত প্রাণী বৃক্ষের ফল অথবা যমীনের ফসল ভক্ষণ করবে, (প্রত্যেকটির বিনিময়ে) বপনকারীর আমলনামায় সাওয়াব অব্যাহতভাবে দেওয়া হবে।
(তাবারানী আওসাত গ্রন্থে উত্তম সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الزَّرْع وغرس الْأَشْجَار المثمرة
3949- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يغْرس مُسلم غرسا وَلَا يزرع زرعا فيأكل مِنْهُ إِنْسَان وَلَا طَائِر وَلَا شَيْء إِلَّا كَانَ لَهُ أجر

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান