আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৩১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী (ﷺ) বলেছেন। কোন অতিথি কোন কাওমের নিকট এসে সে যদি অপ্যায়ন থেকে বঞ্চিত থাকে। তবে সে মেহমানদারীর পরিমাণ সামগ্রী নিয়ে যেতে পারে এবং এতে তার কোন গুনাহ হবে না।
(আহমাদ বর্ণিত। তাঁর বর্ণনাকরীগণ বিশ্বস্ত এবং হাকিম। তিনি বলেনঃ হাদীসটির সনদ সহীহ।)
(আহমাদ বর্ণিত। তাঁর বর্ণনাকরীগণ বিশ্বস্ত এবং হাকিম। তিনি বলেনঃ হাদীসটির সনদ সহীহ।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3931- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيّمَا ضيف نزل بِقوم فَأصْبح الضَّيْف محروما فَلهُ أَن يَأْخُذ بِقدر قراه وَلَا حرج عَلَيْهِ
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد