আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৩২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩২. হযরত আবু কারীমা মিকদাম ইবনে মাদীকারিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একদিন অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য। কোন ব্যক্তি যদি কারও বাড়ীর আঙ্গিনায় রাত যাপন করে (অথচ অপ্যায়ন থেকে বঞ্চিত হয়), তবে বাড়ীর মালিকের উপর ঋণের বোঝা এসে যায়। চাই সে তা পূরণ করুক কিংবা না করুক।
(আবু দাউদ ও ইবনে মাজা বর্ণিত।)
(আবু দাউদ ও ইবনে মাজা বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3932- وَعَن أبي كَرِيمَة وَهُوَ الْمِقْدَام بن معديكرب الْكِنْدِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلَة الضَّيْف حق على كل مُسلم فَمن أصبح بفنائه فَهُوَ عَلَيْهِ دين إِن شَاءَ قضى وَإِن شَاءَ ترك
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه