আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৩০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি। অতিথির জন্য অতিথি সেবকের উপর তিনটি অধিকার রয়েছে। এর বেশী যা হবে, তা সাদাকারূপে গণ্য হবে। এরপর অতিথির কর্তব্য হল। সে যেন অন্যত্র চলে যায়, আর মেজবানকে (অবস্থার চাপে ফেলে অনন্যোপায় হয়ে) পাপ কাজ করতে বাধ্য না করে।
(আহমাদ, আবূ ই'আলা, ও বাযযার বর্ণিত। লায়স ইবনে আবু সুলায়ম ব্যতীত তার বর্ণনাকরীগণ বিশ্বস্ত।)
(আহমাদ, আবূ ই'আলা, ও বাযযার বর্ণিত। লায়স ইবনে আবু সুলায়ম ব্যতীত তার বর্ণনাকরীগণ বিশ্বস্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3930- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول للضيف على من نزل بِهِ من الْحق ثَلَاث فَمَا زَاد فَهُوَ صَدَقَة وعَلى الضَّيْف أَن يرتحل لَا يؤثم أهل الْمنزل
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالْبَزَّار وَرُوَاته ثِقَات سوى لَيْث بن أبي سليم
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالْبَزَّار وَرُوَاته ثِقَات سوى لَيْث بن أبي سليم