আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯২২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯২২. ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে আতা (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন: আমি ও উবায়দা ইবনে উমায়র (রা) একবার হযরত আয়েশা (রা)-এর নিকট গেলাম। তখন তিনি উবায়দা ইবনে উমায়র-কে বলেন: হে উবায়দ! এতদিন পর তুমি আমার সাক্ষাতে এলে? তিনি বলেন: আমি বললামঃ হে আম্মাজান!
পূর্ববর্তীদের আদেশ পালনার্থে "মাঝে মধ্যে সাক্ষাৎ কর ভালবাসা বৃদ্ধি পাবে।" সে বলল, তিনি বলেনঃ তোমরা তোমাদের এসব বাতুলতা ছাড়। ইবনে উমায়র (রা) বলেনঃ আপনি আমাদেরকে এর চেয়ে বিশ্বয়কর বিষয় অবহিত করুন, যা আপনি রাসূলুল্লাহ(ﷺ) থেকে জেনেছেন। তখন তিনি إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ الخ "আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টিতে" আয়াতের শানে নুযূল উল্লেখ করেন।
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3922- وروى ابْن حبَان فِي صَحِيحه عَن عَطاء قَالَ دخلت أَنا وَعبيد بن عُمَيْر على عَائِشَة رَضِي الله عَنْهَا فَقَالَت لِعبيد بن عُمَيْر قد آن لَك أَن تَزُورنَا فَقَالَ أَقُول يَا أمه كَمَا قَالَ الأول زر غبا تَزْدَدْ حبا
قَالَ فَقَالَت دَعونَا من بَطَالَتكُمْ هَذِه
قَالَ ابْن عُمَيْر أَخْبِرِينَا بِأَعْجَب شَيْء رَأَيْته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر الحَدِيث فِي نزُول إِن فِي خلق السَّمَوَات وَالْأَرْض الْبَقَرَة 461
tahqiqতাহকীক:তাহকীক চলমান