আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯২৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯২৫. ইব্রাহীম ইবনে নাশীত (র) থেকে বর্ণিত। একবার তিনি হযরত আবদুল্লাহ ইবনে হারিস জাযয়ী যাবিদী (রা)-এর কাছে আসেন। তখন তিনি তার (মাথার) নিচ থেকে বালিশ উঠিয়ে তাকে দেন এবং বলেন: যে ব্যক্তি তার সাথীকে মর্যাদা দেয় না, সে আহমাদ এবং ইব্রাহীম (আ)-এর উম্মাতের অন্তর্ভুক্ত নয়।
(তাবারানী মাওকুফ সূত্রে বর্ণনা করেন। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(তাবারানী মাওকুফ সূত্রে বর্ণনা করেন। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3925- وَعَن إِبْرَاهِيم بن نشيط أَنه دخل على عبد الله بن جُزْء الزبيدِيّ رَضِي الله عَنهُ فَرمى إِلَيْهِ بوسادة كَانَت تَحْتَهُ وَقَالَ من لم يكرم جليسه فَلَيْسَ من أَحْمد وَلَا من إِبْرَاهِيم عَلَيْهِمَا الصَّلَاة وَالسَّلَام
رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا وَرُوَاته ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا وَرُوَاته ثِقَات