আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৯২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৯২. হযরত আবুল কাসিম ইস্পাহানী (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও অখিরাতে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীর প্রতি সদয় হয়। তারা বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এক প্রতিবেশীর উপর অন্য প্রতিবেশীর কী হক? তিনি বলেনঃ সে তোমার নিকট কিছু চাইলে দান করবে। .
الفاكهة (ফল) ব্যতীত বাকী শব্দমালা অনুরূপ। একথা স্পষ্ট যে, বিভিন্ন বর্ণনাসূত্র হাদীসকে শক্তিশালী করে। আল্লাহ সর্বজ্ঞ।
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3892- وروى أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَليُكرم جَاره
قَالُوا يَا رَسُول الله وَمَا حق الْجَار على الْجَار قَالَ إِن سَأَلَك فأعطه
فَذكر الحَدِيث بِنَحْوِهِ وَلم يذكر فِيهِ الْفَاكِهَة وَلَا يخفى أَن كَثْرَة هَذِه الطّرق تكسبه قُوَّة وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান