আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৯৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৯৩. হযরত ফাযালা ইবনে উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন প্রকার লোক (কিয়ামতের দিন) ক্ষুধার্ত থাকবে। তারা হলঃ ১. ঐ শাসক, যার প্রতি তুমি দয়া করলেও সে তার কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং তুমি অপরাধ করলে, সে ক্ষমা করে না, ২. খারাপ প্রতিবেশী, তোমার কোন ভাল দেখলে সে তা গোপন করে এবং কোন খারাপ দেখলে তা প্রকাশ করে দেয় এবং ৩. ঐ স্ত্রী, যখন তুমি 'তার কাছে যাও, সে তোমাকে কষ্ট দেয়; তুমি দূরে চলে গেলে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে।
(তাবারানী ত্রুটিমুক্ত সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী ত্রুটিমুক্ত সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3893- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة من الفواقر إِمَام إِن أَحْسَنت لم يشْكر وَإِن أَسَأْت لم يغْفر وجار سوء إِن رأى خيرا دَفنه وَإِن رأى شرا أذاعه وَامْرَأَة إِن حضرت آذتك وَإِن غبت عَنْهَا خانتك
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ