আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৯১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৯১. আবু শায়খ ইবনে হিব্বান (র) তাঁর 'কিতাবুত তাওবীখে' হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের উপর প্রতিবেশীর কি হক। তিনি বলেন, সে তোমার নিকট ঋণ চাইলে ঋণ দেবে, তোমার নিকট সাহায্য চাইলে তাকে সাহায্য করবে, সে অভাবগ্রস্ত হলে তাকে দান করবে। অসুস্থ হলে তার কুশল জিজ্ঞেস করবে।
পরে তিনি এরূপ হাদীস বর্ণনা করেন। তিনি হাদীসের শেষ দিকে আরও বাড়িয়ে বলেন: "আমি তোমাদেরকে যা বলেছি, তা কি তোমরা বুঝেছ? কেউ প্রতিবেশীর দাবি পূরণ করতে পারে না, কেবলমাত্র অল্প সংখ্যক ব্যতীত যাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন অথবা তিনি অনুরূপ কোন শব্দ বলেছেন।"
পরে তিনি এরূপ হাদীস বর্ণনা করেন। তিনি হাদীসের শেষ দিকে আরও বাড়িয়ে বলেন: "আমি তোমাদেরকে যা বলেছি, তা কি তোমরা বুঝেছ? কেউ প্রতিবেশীর দাবি পূরণ করতে পারে না, কেবলমাত্র অল্প সংখ্যক ব্যতীত যাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন অথবা তিনি অনুরূপ কোন শব্দ বলেছেন।"
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3891- وروى أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب التوبيخ عَن معَاذ بن جبل قَالَ قُلْنَا يَا رَسُول الله مَا حق الْجوَار قَالَ إِن استقرضك أَقْرَضته وَإِن استعانك أعنته وَإِن احْتَاجَ أَعْطيته وَإِن مرض عدته
فَذكر الحَدِيث بِنَحْوِهِ وَزَاد فِي آخِره هَل تفقهون مَا أَقُول لكم لن يُؤَدِّي حق الْجَار إِلَّا قَلِيل مِمَّن رحم الله أَو كلمة نَحْوهَا
فَذكر الحَدِيث بِنَحْوِهِ وَزَاد فِي آخِره هَل تفقهون مَا أَقُول لكم لن يُؤَدِّي حق الْجَار إِلَّا قَلِيل مِمَّن رحم الله أَو كلمة نَحْوهَا