আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৮৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৮৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করল। তিনি বলেনঃ তুমি চলে যাও এবং ধৈর্যধারণ কর। সে লোকটি দুইবার অথবা তিনবার তাঁর নিকট এলো। তখন তিনি বলেন: তুমি যাও এবং তোমার আসবাবপত্র পথে ফেলে রাখ। সে তাই করল। লোকেরা যাতায়াতকালে এর কারণ জিজ্ঞেস করলে সে তার প্রতিবেশীর কষ্টদানের কথা অবিহিত করল। তখন তারা তাকে (প্রতিবেশী) এই বলে অভিযোগ দিল যে, আল্লাহ তাকে এরূপ করুন। কেউ কেউ তাকে বদদু'আ করল। অবশেষে তার (কষ্টদানকারী) প্রতিবেশী এসে বলল: তুমি ফিরে যাও। এরপর তুমি কখনো আমার পক্ষ থেকে কষ্টদায়ক কিছু দেখবে না।
(আবু দাউদ (র) নিজ শব্দে, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে ও হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটি ইমাম মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3888- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يشكو جَاره فَقَالَ لَهُ اذْهَبْ فاصبر فَأَتَاهُ مرَّتَيْنِ أَو ثَلَاثًا فَقَالَ اذْهَبْ فاطرح متاعك فِي الطَّرِيق فَفعل فَجعل النَّاس يَمرونَ ويسألونه فيخبرهم خبر جَاره فَجعلُوا يلعنونه فعل الله بِهِ وَفعل وَبَعْضهمْ يَدْعُو عَلَيْهِ فجَاء إِلَيْهِ جَاره فَقَالَ ارْجع فَإنَّك لن ترى مني شَيْئا تكرههُ

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান