আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৮৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৮৭. হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এক ব্যক্তি এসে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করে। তিনি তার (অগন্তুক) আসবাবপত্র রাস্তায় পেলে দিতে নির্দেশ দেন। তখন সে তাই করল। লোকেরা সেখান দিয়ে চলাচল করা কালীন তাকে লা'নত দিতে লাগল। পরে সে নবী (ﷺ)-এর নিকট এসে বলল: ইয়া রাসুলাল্লাহ! আমি মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। তিনি জিজ্ঞেস করেন: তাদের পক্ষ থেকে তুমি কি পেয়েছ? সে বলল: লোকেরা আমাকে লা'নত করেছে। তিনি বলেন: লোকদের পূর্বেই আল্লাহ তোমাকে লা'নত দিয়েছেন। সে বলল: আমি কখনও তা করব না। তারপর নবী (ﷺ)-এর নিকট অভিযোগকারী এলো। তিনি বলেন: তুমি তোমার আসবাবপত্র সরিয়ে নাও। কেননা, তোমাকে যথেষ্ট করা হয়েছে।
(তাবারানী ও বাযযার উত্তম সনদে মর্মানুরূপ বর্ণনা করেন। তবে তাঁর বর্ণনায় রয়েছে। তোমার আসবাবপত্র পথে ফেলে রাখ অথবা তিনি বলেছেন: রাস্তার উপরে ফেলে রাখ। সে তাই করল। এরপর যে ব্যক্তি সেই পথ অতিক্রম করে সেই বলে: তোমার এরূপ করার কারণ কি? সে বলে: আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। তিনি বলেন: এখন তারা তাকে বদদু'আ দিতে লাগল। পরে তার প্রতিবেশী এসে বলল: তুমি তোমার আসবাবপত্র উঠিয়ে আন। কেননা, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3887- وَعَن أبي جُحَيْفَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يشكو جَاره قَالَ اطرَح متاعك على طَرِيق فطرحه فَجعل النَّاس يَمرونَ عَلَيْهِ ويلعنونه فجَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله لقِيت من النَّاس
قَالَ وَمَا لقِيت مِنْهُم قَالَ يلعنونني
قَالَ قد لعنك الله قبل النَّاس
فَقَالَ إِنِّي لَا أَعُود فجَاء الَّذِي شكاه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ ارْفَعْ متاعك فقد كفيت

رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار بِإِسْنَاد حسن بِنَحْوِهِ إِلَّا أَنه قَالَ ضع متاعك على الطَّرِيق أَو على ظهر الطَّرِيق فَوَضعه فَكَانَ كل من مر بِهِ قَالَ مَا شَأْنك قَالَ جاري يُؤْذِينِي
قَالَ فيدعو عَلَيْهِ فجَاء جَاره فَقَالَ رد متاعك فَإِنِّي لَا أوذيك أبدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান