আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৫৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
ইয়াতীমের তত্ত্বাবধান, তার প্রতি দয়া প্রদর্শন, তার ভরণ-পোষণ এবং বিধবা ও দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করার প্রতি অনুপ্রেরণা
৩৮৫৭. হযরত যুরারা ইবনে আবূ আওফা (রা) হতে, তিনি তার এক স্বগোত্রীয় হতে, যিনি মালিক অথবা ইবনে মালিক নামে পরিচিত, তার থেকে বর্ণনা করেন। তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন? পিতামাতা মুসলমান এমন এক ইয়াতীমকে সামর্থ্যবান হওয়া পর্যন্ত যে ব্যক্তি নিজের পানাহারে শামিল করবে, নিশ্চিতরূপে তার জন্য জান্নাত অবধারিত। যে ব্যক্তি পিতামাতা অথবা তাদের একজনকে পেল, এরপর সে তাদের সাথে সদাচরণ করল না, সে জাহান্নামী। আল্লাহ তাকে তাঁর রহমত থেকে বঞ্চিত করবেন। যে ব্যক্তি কোন মুসলমান দাস মুক্ত করবে, তার মুক্তিদান তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হবে।
(আবূ ই'আলা, তাবারানী, আহমাদ সংক্ষেপে উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي كَفَالَة الْيَتِيم وَرَحمته وَالنَّفقَة عَلَيْهِ وَالسَّعْي على الأرملة والمسكين
3857- وَعَن زُرَارَة بن أبي أوفى عَن رجل من قومه يُقَال لَهُ مَالك أَو ابْن مَالك سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ضم يَتِيما بَين مُسلمين فِي طَعَامه وَشَرَابه حَتَّى يَسْتَغْنِي عَنهُ وَجَبت لَهُ الْجنَّة أَلْبَتَّة وَمن أدْرك وَالِديهِ أَو أَحدهمَا ثمَّ لم يَبرهُمَا دخل النَّار فَأَبْعَده الله وَأَيّمَا مُسلم أعتق رَقَبَة مسلمة كَانَت فكاكه من النَّار

رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَأحمد مُخْتَصرا بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান