আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৫৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
ইয়াতীমের তত্ত্বাবধান, তার প্রতি দয়া প্রদর্শন, তার ভরণ-পোষণ এবং বিধবা ও দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করার প্রতি অনুপ্রেরণা
৩৮৫৮. হযরত আবু মূসা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে কাওমের দস্তরখানে কোন ইয়াতীম খানায় অংশগ্রহণ করে, শয়তান তাদের আহারে নিকটবর্তী হতে পারে না।হাদীসটি গরীব
(তাবারানীর আওসাত গ্রন্থে ও ইস্পাহানী বর্ণিত। তারা উভয়ে হাসান ইবনে ওয়াসিল সূত্রে বর্ণনা করেন। আমাদের উস্তাদ হাফিয আবুল হাসান (র) বলতেন, উক্ত হাদীসটি হাসান এবং ইস্পাহানী (র) হযরত আবু মুসা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي كَفَالَة الْيَتِيم وَرَحمته وَالنَّفقَة عَلَيْهِ وَالسَّعْي على الأرملة والمسكين
3858- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا قعد يَتِيم مَعَ قوم على قصعتهم فَيقرب قصعتهم شَيْطَان
حَدِيث غَرِيب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط والأصبهاني كِلَاهُمَا من رِوَايَة الْحسن بن وَاصل وَكَانَ شَيخنَا الْحَافِظ أَبُو الْحسن رَحمَه الله يَقُول هُوَ حَدِيث حسن وَرَوَاهُ الْأَصْبَهَانِيّ أَيْضا من حَدِيث أبي مُوسَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান