আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৫৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
ইয়াতীমের তত্ত্বাবধান, তার প্রতি দয়া প্রদর্শন, তার ভরণ-পোষণ এবং বিধবা ও দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করার প্রতি অনুপ্রেরণা
৩৮৫৬. হযরত আমর ইবনে মালিক কুশায়রী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ পিতামাতা মুসলমান এমন এক ইয়াতীমকে যে ব্যক্তি নিজের পানাহারে শামিল করবে, তার জন্য জান্নাত অবধারিত।
(আহমাদ ও তাবারানী বর্ণিত। তবে আহমাদের বর্ণনায় আলী ইবনে যায়িদ ব্যতীত বর্ণনাসূত্রের রাবীদের বর্ণনা দলীলরূপে গ্রহণীয়।)
(আহমাদ ও তাবারানী বর্ণিত। তবে আহমাদের বর্ণনায় আলী ইবনে যায়িদ ব্যতীত বর্ণনাসূত্রের রাবীদের বর্ণনা দলীলরূপে গ্রহণীয়।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي كَفَالَة الْيَتِيم وَرَحمته وَالنَّفقَة عَلَيْهِ وَالسَّعْي على الأرملة والمسكين
3856- وَعَن عَمْرو بن مَالك الْقشيرِي رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول وَمن ضم يَتِيما من بَين أبوين مُسلمين إِلَى طَعَامه وَشَرَابه وَجَبت لَهُ الْجنَّة
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد مُحْتَج بهم إِلَّا عَليّ بن زيد
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد مُحْتَج بهم إِلَّا عَليّ بن زيد