আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৪৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৪৯. হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমরা নবী (ﷺ)-এর কাছে বসাছিলাম। তখন তিনি বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোন ব্যক্তি যেন আমাদের সাথে না বসে। একথা শুনে এক যুবক মজলিস ছেড়ে তার খালার কাছে চলে যায়। উল্লেখ্য, তার এবং তার খালার মধ্যে কোন বিষয়ে মতাবিরোধ ছিল। সে তার নিকট ক্ষমা চাইল। তখন তার খালা তাকে ক্ষমা করে দিল। এরপর সে মজলিসে ফিরে এলো। তারপর নবী (ﷺ) বলেন। আল্লাহ্ ঐ কাওমের প্রতি অনুগ্রহ করেন না, যাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে।
(ইস্পাহানী বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3849- وَرُوِيَ عَن عبد الله بن أبي أوفى رَضِي الله عَنْهُمَا قَالَ كُنَّا جُلُوسًا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَا يجالسنا الْيَوْم قَاطع رحم فَقَامَ فَتى من الْحلقَة فَأتى خَالَة لَهُ قد كَانَ بَينهمَا بعض الشَّيْء فَاسْتَغْفر لَهَا واستغفرت لَهُ ثمَّ عَاد إِلَى الْمجْلس فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِن الرَّحْمَة لَا تنزل على قوم فيهم قَاطع رحم

رَوَاهُ الْأَصْبَهَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান