আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৫০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৫০. তাবরানী সংক্ষেপে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেন: যে কাওমের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে, তাদের মধ্যে (রহমতের) ফিরিশতা অবতীর্ণ হয় না
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3850- وَرَوَاهُ الطَّبَرَانِيّ مُخْتَصرا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمَلَائِكَة لَا تنزل على قوم فيهم قَاطع رحم
tahqiqতাহকীক:তাহকীক চলমান