আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৪৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৪৮. হযরত আ'মাশ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: ফজরের সালাত আদায়ের পরে ইবনে মাসউদ (রা) মুসল্লীদের মসলিসে বসতেন। পরে একদিন তিনি আমাদের থেকে বিদায়ের সময় বলেনঃ আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের ব্যাপারে আল্লাহর শপথ করে বলছি, আমরা আমাদের প্রতিপালকের কাছে দু'আ করি এবং তা কবুল করবেন বলে আশা করি, অথচ আসমানের দরজা কেবলমাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্যই রুদ্ধ থাকে।
(তাবারানী বর্ণিত তাঁর বর্ণনাকারীদের বর্ণনা দলীল হিসেবে বিশুদ্ধরূপে গ্রহণযোগ্য। তবে তিনি আ'মাশ (রা) ইবনে মাসউদ (রা)-এর সাক্ষাৎ পান নি।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3848- وَعَن الْأَعْمَش قَالَ كَانَ ابْن مَسْعُود رَضِي الله عَنهُ جَالِسا بعد الصُّبْح فِي حَلقَة فَقَالَ أنْشد الله قَاطع رحم لما قَامَ عَنَّا فَإنَّا نُرِيد أَن نَدْعُو رَبنَا وَإِن أَبْوَاب السَّمَاء مرتجة دون قَاطع رحم

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا أَن الْأَعْمَش لم يدْرك ابْن مَسْعُود
مرتجة بِضَم الْمِيم وَفتح التَّاء الْمُثَنَّاة فَوق وَتَخْفِيف الْجِيم أَي مغلقة
tahqiqতাহকীক:তাহকীক চলমান