আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৩৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৩৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন। যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে, (কিয়ামতের দিন) আল্লাহ্ তার হিসাব সহজে গ্রহণ করবেন এবং নিজ দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনার প্রতি আমাদের পিতামাতা কুরবান হোন, ঐ তিনটি গুণ কি কি? তিনি বলেন: ১. যে তোমাকে বঞ্চিত করবে, তুমি তাকে দান করবে, ২. যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখবে এবং ৩. যে তোমার প্রতি যুলম করবে তুমি তাকে ক্ষমা করবে। তুমি এরূপ করলে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন।
(বাযযার তাবারানী ও হাকিম বর্ণিত। ইমাম হাফিয (র) বলেন: হাদীসটির সনদ সহীহ্। হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন: তাদের সনদে রাবী সুলায়মান ইবনে দাউদ আল-ইয়ামানী অপরিচিত।)
(বাযযার তাবারানী ও হাকিম বর্ণিত। ইমাম হাফিয (র) বলেন: হাদীসটির সনদ সহীহ্। হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন: তাদের সনদে রাবী সুলায়মান ইবনে দাউদ আল-ইয়ামানী অপরিচিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3835- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من كن فِيهِ حَاسبه الله حسابا يَسِيرا وَأدْخلهُ الْجنَّة برحمته
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي قَالَ تُعْطِي من حَرمك وَتصل من قَطعك وَتَعْفُو عَمَّن ظلمك فَإِذا فعلت ذَلِك يدْخلك الله الْجنَّة
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ وَفِي أسانيدهم سُلَيْمَان بن دَاوُد الْيَمَانِيّ واه
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي قَالَ تُعْطِي من حَرمك وَتصل من قَطعك وَتَعْفُو عَمَّن ظلمك فَإِذا فعلت ذَلِك يدْخلك الله الْجنَّة
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ وَفِي أسانيدهم سُلَيْمَان بن دَاوُد الْيَمَانِيّ واه