আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৩৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৩৬. হযরত উকবা ইবনে আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সংগে সাক্ষাতের জন্য গেলাম তখন আমি তার হাত ধরে বললাম। ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাকে উত্তম আমল সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন। হে উকবা! যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখবে। যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করবে, তুমি তাকে দান করবে এবং যে ব্যক্তি তোমার প্রতি যুলম করবে, তুমি তার থেকে ফিরে থাকবে।
অন্য বর্ণনায় আছে। "যে ব্যক্তি তোমার প্রতি যুলম করবে, তুমি তাকে ক্ষমা করবে।"
(আহমাদ, হাকিম বর্ণিত। তবে হাকিমের বর্ণনায় বাড়িয়ে বলা হয়েছে। "সাবধান! যে ব্যক্তি দীর্ঘায়ু ও রিযকে প্রাচুর্য কামনা কররে, সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে।" আহমদের বর্ণনা সূত্রের একটি সূত্র বিশ্বস্ত।)
অন্য বর্ণনায় আছে। "যে ব্যক্তি তোমার প্রতি যুলম করবে, তুমি তাকে ক্ষমা করবে।"
(আহমাদ, হাকিম বর্ণিত। তবে হাকিমের বর্ণনায় বাড়িয়ে বলা হয়েছে। "সাবধান! যে ব্যক্তি দীর্ঘায়ু ও রিযকে প্রাচুর্য কামনা কররে, সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে।" আহমদের বর্ণনা সূত্রের একটি সূত্র বিশ্বস্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3836- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ ثمَّ لقِيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأخذت بِيَدِهِ فَقلت يَا رَسُول الله أَخْبرنِي بفواضل الْأَعْمَال فَقَالَ يَا عقبَة صل من قَطعك وَأعْطِ من حَرمك وَأعْرض عَمَّن ظلمك
وَفِي رِوَايَة واعف عَمَّن ظلمك
رَوَاهُ أَحْمد وَالْحَاكِم
وَزَاد أَلا وَمن أَرَادَ أَن يمد فِي عمره ويبسط فِي رزقه فَليصل رَحمَه
ورواة أحد إسنادي أَحْمد ثِقَات
وَفِي رِوَايَة واعف عَمَّن ظلمك
رَوَاهُ أَحْمد وَالْحَاكِم
وَزَاد أَلا وَمن أَرَادَ أَن يمد فِي عمره ويبسط فِي رزقه فَليصل رَحمَه
ورواة أحد إسنادي أَحْمد ثِقَات