আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৩৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৩৪. হযরত উম্মু কুলসুম বিনত উকবা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: আত্মীয়তার মধ্যে যে দুশমনী গোপন রাখে, তাকে দান করা সর্বোত্তম সাদাকা।
(তাবারানী, ইবনে খুযায়মার সহীহ গ্রন্থ ও হাকিম। ইমাম হাকিম (র) বলেন, হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ।
الكاشح - যে ব্যক্তি তার উদরে শত্রুতা গোপন রাখে। অর্থাৎ উত্তম দান হল, আপন আত্মীয়ের মধ্যে যে শত্রুতা গোপন রাখে। এ দিকে নবী (ﷺ)-এর বাণী ইংগিত করা হয়েছে وتصل ما قطعك অর্থাৎ তুমি তার সাথে সুসম্পর্ক রাখ, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে।)
(তাবারানী, ইবনে খুযায়মার সহীহ গ্রন্থ ও হাকিম। ইমাম হাকিম (র) বলেন, হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ।
الكاشح - যে ব্যক্তি তার উদরে শত্রুতা গোপন রাখে। অর্থাৎ উত্তম দান হল, আপন আত্মীয়ের মধ্যে যে শত্রুতা গোপন রাখে। এ দিকে নবী (ﷺ)-এর বাণী ইংগিত করা হয়েছে وتصل ما قطعك অর্থাৎ তুমি তার সাথে সুসম্পর্ক রাখ, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3834- وَعَن أم كُلْثُوم بنت عقبَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفضل الصَّدَقَة الصَّدَقَة على ذِي الرَّحِم الْكَاشِح
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَمعنى الْكَاشِح أَنه الَّذِي يضمر عداوته فِي كشحه وَهُوَ خصره يَعْنِي أَن أفضل الصَّدَقَة الصَّدَقَة على ذِي الرَّحِم الْمُضمر الْعَدَاوَة فِي بَاطِنه وَهُوَ فِي معنى قَوْله صلى الله عَلَيْهِ وَسلم وَتصل من قَطعك
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَمعنى الْكَاشِح أَنه الَّذِي يضمر عداوته فِي كشحه وَهُوَ خصره يَعْنِي أَن أفضل الصَّدَقَة الصَّدَقَة على ذِي الرَّحِم الْمُضمر الْعَدَاوَة فِي بَاطِنه وَهُوَ فِي معنى قَوْله صلى الله عَلَيْهِ وَسلم وَتصل من قَطعك