আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮২১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮২১. হযরত দুররা বিনত আবু লাহাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! কে সর্বোত্তম লোক? তিনি বলেন: যে সবচেয়ে আল্লাহ ভীরু, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, সৎকাজে আদেশদাতা এবং অসৎকাজ থেকে নিষেধকারী।
(আবু শায়খ ইবনে হিব্বান তাঁর সাওয়াব গ্রন্থে, বায়হাকী তাঁর যুহদ গ্রন্থে ও অন্যান্যগণ বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3821- وَرُوِيَ عَن درة بنت أبي لَهب رَضِي الله عَنْهَا قَالَت قلت يَا رَسُول الله من خير النَّاس قَالَ أَتْقَاهُم للرب وأوصلهم للرحم وَآمرهُمْ بِالْمَعْرُوفِ وأنهاهم عَن الْمُنكر

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَالْبَيْهَقِيّ فِي كتاب الزّهْد وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান