আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮২০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮২০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যাকে বিনয়ী স্বভাব দেওয়া হয়েছে, তাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে সবচেয়ে উত্তম বস্তু দান করা হয়েছে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা অথবা তিনি বলেছেন: উত্তম চরিত্রের অধিকারী হওয়া (এই দুটি গুণ থাকলে) তার বাড়ী-ঘর (সম্পদ দ্বারা) পূর্ণ থাকে এবং তার আয়ু বাড়ে।
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ। তবে আবদুর রহমান ইবনে কাসিম (র) আয়েশা (রা) থেকে সরাসরি হাদীসটি শুনেন নি।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3820- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهَا إِنَّه من أعطي حَظه من الرِّفْق فقد أعطي حَظه من خير الدُّنْيَا وَالْآخِرَة وصلَة الرَّحِم وَحسن الْجوَار أَو حسن الْخلق يعمرَانِ الديار وَيَزِيدَانِ فِي الْأَعْمَار

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا أَن عبد الرَّحْمَن بن الْقَاسِم لم يسمع من عَائِشَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান