আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮১৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮১৯. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা কোন কোন সম্প্রদায়কে বাড়ী-ঘর এবং বাগ-বাগিচার সম্পদ দিয়ে পরিপূর্ণ করে রাখেন। অথচ তাদেরকে সৃষ্টি করার পর ক্ষোভের কারণে তাদের প্রতি তাকায় না। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্! সেটি কি? তিনি বলেনঃ তাদের আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার ব্যাপারে।
(তাবারানী উত্তম সনদে এবং হাকিম। তিনি বলেন, ইমরান ইবনে মূসা রিমলী যাহিদ (র) আবু খালিদ হতে একক সূত্র বর্ণনা করেন। যদি তার স্মরণ শক্তি সংরক্ষিত হয় তবে হাদীসটি বিশুদ্ধ।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3819- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله ليعمر بالقوم الديار ويثمر لَهُم الْأَمْوَال وَمَا نظر إِلَيْهِم مُنْذُ خلقهمْ بغضا لَهُم
قيل وَكَيف ذَاك يَا رَسُول الله قَالَ بصلتهم أرحامهم

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْحَاكِم وَقَالَ تفرد بِهِ عمرَان بن مُوسَى الرَّمْلِيّ الزَّاهِد عَن أبي خَالِد فَإِن كَانَ حفظه فَهُوَ صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান