আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮১৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮১৮. অন্য বর্ণনায় আছে। তোমার আত্মীয়ের সাথে সম্পর্ক অটুট রাখবে। এর পর লোকটি চলে গেলে রাসুলুল্লাহ (ﷺ) বলেন: আমি তাকে যা আদেশ করেছি, তা যদি সে আঁকড়িয়ে ধরে রাখে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।
(বুখারী, মুসলিম (র) নিজ শব্দে বর্ণনা করেন।)
(বুখারী, মুসলিম (র) নিজ শব্দে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3818- وَفِي رِوَايَة وَتصل ذَا رَحِمك فَلَمَّا أدبر قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن تمسك بِمَا أَمرته بِهِ دخل الْجنَّة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ