আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮২২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮২২. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু আমাকে কয়েকটি ভালো কাজের উপদেশ দিয়েছেন তা হলো: ১. তিনি আমাকে আমার চেয়ে অবস্থাশালী ব্যক্তির প্রতি তাকাতে নিষেধ করেছেন, ২. তিনি আমাকে আমার চেয়ে নিম্নবিত্ত ব্যক্তির প্রতি তাকাতে বলেছেন, ৩. আমাকে দুঃস্থদের ভালোবাসতে এবং তাদের নিকটবর্তী হতে বলেছেন, ৪. আমাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলেছেন, যদিও তারা তা বজায় না রাখে, ৫. আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দা পরোয়া না করতে নির্দেশ দিয়েছেন, ৬. তিক্ত হলেও আমাকে সত্য বলতে নির্দেশ দিয়েছেন, ৭. আমি যেন সর্বদা "লা-হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ" (আল্লাহর সাহায্য ব্যতীত মন্দকাজ থেকে বিরত থাকা এবং ভালো কাজ করার সামর্থ্য কারো নেই) বলি। কেননা, তা জান্নাতের খনিসমূহের অন্যতম।
(তাবারানী, ইবনে হিব্বান নিজ শব্দে তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3822- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بخصال من الْخَيْر أَوْصَانِي أَن لَا أنظر إِلَى من هُوَ فَوقِي وَأَن أنظر إِلَى من هُوَ دوني وأوصاني بحب
الْمَسَاكِين والدنو مِنْهُم وأوصاني أَن أصل رحمي وَإِن أَدْبَرت وأوصاني أَن لَا أَخَاف فِي الله لومة لائم وأوصاني أَن أَقُول الْحق وَإِن كَانَ مرا وأوصاني أَن أَكثر من لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه فَإِنَّهَا كنز من كنوز الْجنَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান