আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮০৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৮০৮. হযরত আবদুল্লাহ্ ইবনে আবূ আওফা (রা) থেকে বর্ণিত। একদা তিনি বলেন, আমরা নবী (ﷺ)-এর কাছে উপস্থিত ছিলাম। ইতোমধ্যে এক আগন্তুক এসে বললঃ এক যুবক নিজে নিজে চেষ্টা করছিল। তখন
তাকে বলা হল, তুমি বলঃ লা ইলাহা ইল্লাল্লাহ্ (আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই।) অথচ সে তাতে সক্ষম হল না। তিনি বলেন: সে কি সালাত আদায় করত? সে বলল: হাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে রেখে উঠে যান এবং আমরা তার সংগে যাই। এরপর তিনি যুবকের কাছে যান এবং তাকে বলেন, তুমি বলঃ "লা ইলাহা ইল্লাল্লাহ" (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই) সে বলল: আমি বলতে পারি না। তিনি বলেন: কেন? তখন সে বলল: সে তার মাকে কষ্ট দিত। নবী (ﷺ) বলেন। তার মা কি জীবিত আছে? সাহাবা কিরাম বলেন: হাঁ। তিনি বলেন: তোমরা তার মাকে ডেকে আন। তাঁরা তাকে ডেকে আনলেন। তিনি বলেন: এ কি তোমার ছেলে? সে বলে: হাঁ। তিনি বলেন: তাকে জ্বলন্ত আগুনে জ্বালানো হবে, এ বিষয়ে তোমার কী অভিমত? তোমাকে বলা হচ্ছে, তুমি সুপারিশ করলে আমরা তাকে ছেড়ে দেব, অন্যাথায় তাকে এই আগুনে দগ্ধীভূত করব। তুমি কি তার জন্য সুপারিশ করবে? সে বলল: ইয়া রাসূলুল্লাহ! আমি তাহলে সুপারিশ করব। তিনি বলেন: হে মহিলা! তুমি আল্লাহ্ এবং আমাকে সাক্ষী রাখ, তুমি যে তার প্রতি সন্তুষ্ট হয়েছ। সে বললঃ হে আল্লাহ্! আমি তোমাকে এবং তোমার রাসূল (ﷺ)-কে সাক্ষী রাখলাম যে, আমি তাকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: হে যুবক! তুমি বলঃ لا اله الا الله محمد رسول الله (আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয় এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল। তখন সে বলতে সক্ষম হল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আল্লাহর শোকর যিনি আমার উসীলায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন।
(তাবারানী ও আহমাদ সংক্ষেপে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3808- وَرُوِيَ عَن عبد الله بن أبي أوفى رَضِي الله عَنهُ قَالَ كُنَّا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأَتَاهُ آتٍ فَقَالَ شَاب يجود بِنَفسِهِ فَقيل لَهُ قل لَا إِلَه إِلَّا الله فَلم يسْتَطع فَقَالَ كَانَ يُصَلِّي فَقَالَ نعم فَنَهَضَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ونهضنا مَعَه فَدخل على الشَّاب فَقَالَ لَهُ قل لَا إِلَه إِلَّا الله فَقَالَ لَا أَسْتَطِيع
قَالَ لم قَالَ كَانَ يعق والدته فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أحية والدته قَالُوا نعم
قَالَ ادعوها فدعوها فَجَاءَت فَقَالَ هَذَا ابْنك قَالَت نعم
فَقَالَ لَهَا أَرَأَيْت لَو أججت نَار ضخمة فَقيل لَك إِن شفعت لَهُ خلينا عَنهُ وَإِلَّا حرقناه بِهَذِهِ النَّار أَكنت تشفعين لَهُ قَالَت يَا رَسُول الله إِذا أشفع لَهُ
قَالَ فأشهدي الله واشهديني قد رضيت عَنهُ
قَالَت اللَّهُمَّ إِنِّي أشهدك وَأشْهد رَسُولك أَنِّي قد رضيت عَن ابْني فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا غُلَام قل لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله فَقَالَهَا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحَمد لله الَّذِي أنقذه بِي من النَّار

رَوَاهُ الطَّبَرَانِيّ وَأحمد مُخْتَصرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান