আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮০৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৮০৯. হযরত আওয়াম ইবনে হাওশাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি এক এলাকায় গেলাম। তার নিকটেই ছিল একটি কবরস্থান। আসরের সময় হলে একটি কবর ফেটে যায় এবং তা থেকে গাধার ন্যায় মাথা বিশিষ্ট এবং মানব শরীর রূপী এক ব্যক্তি বেরিয়ে আসে। সে গাধার ন্যায় তিনবার চিৎকার করে উঠে তারপর কবরটি মিলে যায়। আমি এক বৃদ্ধাকে চেহারা থেকে চুল অথবা বলেছেন, পশম সরাতে দেখলাম। এক মহিলা বলল: তুমি কি ঐ বৃদ্ধাকে দেখতে পাচ্ছ? আমি বললামঃ তার কি হয়েছে? সে বললঃ সে এই ছেলেটির মা। আমি বললামঃ তার ঘটনা কি? সে বলল, সে (ছেলে) মদপান করত। যখন তার মা তাকে বলতঃ হে বৎস! মদপানের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় কর, তুমি আর কতদিন মদপান করবে? তখন সে তাকে বলত: তুমি তো কেবল গাধার ন্যায় চিৎকার দিচ্ছ। তারপর সে বলল: ছেলেটি আসরের সালাতের পর মারা যায়। সে (মহিলা) বলল: এরপর সেদিন থেকে প্রত্যেহ আসরে পর কবর ফেটে যেতে থাকে এবং সে গাধার ন্যায় তিনবার চিৎকার দিতে থাকে। পুনরায় কবরটি আবার মিলে যায়।
(ইস্পাহানী ও অন্যান্যগণ। ইস্পাহানী (র) বলেনঃ উক্ত হাদীসটি আবুল আব্বাস আসাম একদল মুহাদ্দিসের উপস্থিতিতে নিশাপুরীর নিকট পাঠ করে শোনান। উপস্থিত মুহাদ্দিসগণ তা অস্বীকার করেন নি।)
(ইস্পাহানী ও অন্যান্যগণ। ইস্পাহানী (র) বলেনঃ উক্ত হাদীসটি আবুল আব্বাস আসাম একদল মুহাদ্দিসের উপস্থিতিতে নিশাপুরীর নিকট পাঠ করে শোনান। উপস্থিত মুহাদ্দিসগণ তা অস্বীকার করেন নি।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3809- وَعَن الْعَوام بن حَوْشَب رَضِي الله عَنهُ قَالَ نزلت مرّة حَيا وَإِلَى جَانب ذَلِك الْحَيّ مَقْبرَة فَلَمَّا كَانَ بعد الْعَصْر انْشَقَّ مِنْهَا قبر فَخرج رجل رَأسه رَأس الْحمار وَجَسَده جَسَد إِنْسَان فنهق ثَلَاث نهقات ثمَّ انطبق عَلَيْهِ الْقَبْر فَإِذا عَجُوز تغزل شعرًا أَو صُوفًا فَقَالَت امْرَأَة ترى تِلْكَ الْعَجُوز قلت مَا لَهَا قَالَت تِلْكَ أم هَذَا قلت وَمَا كَانَ قصَّته قَالَت كَانَ يشرب الْخمر فَإِذا رَاح تَقول لَهُ أمه يَا بني اتَّقِ الله إِلَى مَتى تشرب هَذِه الْخمر فَيَقُول لَهَا إِنَّمَا أَنْت تنهقين كَمَا ينهق الْحمار قَالَت فَمَاتَ بعد الْعَصْر قَالَت فَهُوَ ينشق عَنهُ الْقَبْر بعد الْعَصْر كل يَوْم فينهق ثَلَاث نهقات ثمَّ ينطبق عَلَيْهِ الْقَبْر
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَغَيره وَقَالَ الْأَصْبَهَانِيّ حدث أَبُو الْعَبَّاس الْأَصَم إملاء بنيسابور بمشهد من الْحفاظ فَلم ينكروه
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَغَيره وَقَالَ الْأَصْبَهَانِيّ حدث أَبُو الْعَبَّاس الْأَصَم إملاء بنيسابور بمشهد من الْحفاظ فَلم ينكروه