আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮০৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৮০৭. হযরত আবূ বাকরা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: পিতামাতাকে কষ্টদানের শাস্তি ব্যতীত আল্লাহ্ তা'আলা চাইলে অপরাপর শাস্তি কিয়ামতের দিন পর্যন্ত বিলম্ব করেন। আল্লাহ্ তা'আলা কষ্টদাতার জীবদ্দশায়, তার মৃত্যুর পূর্বেই, শাস্তি ত্বরান্বিত করেন।
(হাকিম ও ইস্পাহানী বর্ণিত। তাঁরা উভয়ে বাক্কার ইবনে আবদুল আযীয সূত্রে বর্ণনা করেন। ইমান হাকিম (র) বলেন, হাদীসটি সনদ সূত্রে সহীহ।)
(হাকিম ও ইস্পাহানী বর্ণিত। তাঁরা উভয়ে বাক্কার ইবনে আবদুল আযীয সূত্রে বর্ণনা করেন। ইমান হাকিম (র) বলেন, হাদীসটি সনদ সূত্রে সহীহ।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3807- وَعَن أبي بكرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كل الذُّنُوب يُؤَخر الله مِنْهَا مَا شَاءَ إِلَى يَوْم الْقِيَامَة إِلَّا عقوق الْوَالِدين فَإِن الله يعجله لصَاحبه فِي الْحَيَاة قبل الْمَمَات
رَوَاهُ الْحَاكِم والأصبهاني كِلَاهُمَا من طَرِيق بكار بن عبد الْعَزِيز وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الْحَاكِم والأصبهاني كِلَاهُمَا من طَرِيق بكار بن عبد الْعَزِيز وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد