আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮০৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৮০৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একস্থানে একত্রিত ছিলাম। এমন সময় রাসুলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসেন। তিনি বলেনঃ হে মুসলিমগণ! তোমরা আল্লাহকে ভয় কর, তোমাদের আত্মীয়তার বন্ধন অটুট রাখ। কেননা, আত্মীয়তার সম্পর্ক অটুক রাখার মত দ্রুতগামী সাওয়াব আর নেই। তোমরা বিদ্রোহী হওয়া থেকে বিরত থাক। কেননা, বিদ্রোহীতার শাস্তির চেয়ে দ্রুত শাস্তি কিছু নেই। তোমরা পিতামাতাকে কষ্ট দান থেকে বিরত থাকবে। কেননা, জান্নাতের সুঘ্রাণ এক হাজার বছরের দূর থেকে পাওয়া যায়। আল্লাহর শপথ! কিন্তু পিতামাতাকে কষ্টদানকারী তা পাবে না। আরো সুঘ্রাণ পাবে না আত্মীয়তার সম্পর্ক কর্তনকারী, বৃদ্ধ ব্যভিচারী এবং অহংকার করে বস্ত্র ঝুলিয়ে পরিধানকারী। অহংকার কেবলমাত্র আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য। প্রত্যেক পাপের মূলে রয়েছে মিথ্যাচারিতা, তবে তা ব্যতীত যাতে উপকার সাধিত হয় এবং দীনের মধ্য থেকে খারাবী দূর করা উদ্দেশ্যে হয়। জান্নাতে একটি বাজার রয়েছে, যেখানে ছবি ছাড়া আর কিছুই বিক্রি হবে না। যে কোন পুরুষ কোন নারীর ছবি পসন্দ করবে, সে সেখানে প্রবেশ করবে।
(তাবারানীর আওসাত (গ্রন্থে) সমকামিতা সম্পর্কীয় হাদীস হযরত আবূ হুরায়রা (রা) থেকে পেছনে অতিবাহিত হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সাত আসমানের উপর থেকে আল্লাহ্ তা'আলা সাত ব্যক্তিকে লা'নত করেন এবং একেক জনের প্রতি তিনবার করে লা'নত করেন, অথচ একবার লা'নতই যথেষ্ট। তিনি বলেছেনঃ যে ব্যক্তি কাওমে লুতের (জঘন্য) কাজ করে, সে অভিশপ্ত, যে কাওমে লুতের (জঘন্য) কাজ করে সে অভিশপ্ত, যে কাওমে লুতের (জঘন্য) কাজ করে, সে অভিশপ্ত। অভিশপ্ত ঐ ব্যক্তি, যে গায়রুল্লাহর নামে পশু যবাই করে এবং অভিশপ্ত ঐ ব্যক্তি যে, তার পিতামাতাকে কষ্ট দেয়। আল-হাদীস। তাবারানী ও হাকিম (র) বলেন, হাদীসটির সনদ সহীহ্। পেছনে ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেনঃ যে গায়রুল্লাহর নামে যবাই করে, তার উপর আল্লাহর লা'নত। যে ব্যক্তি যমীনের সীমানা পরিবর্তন করে, তার উপর আল্লাহর লা'নত, এবং যে ব্যক্তি তার পিতামাতাকে গালি দেয়, আল্লাহ তার প্রতি লা'নত বর্ষণ করেন। আল-হাদীস, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(তাবারানীর আওসাত (গ্রন্থে) সমকামিতা সম্পর্কীয় হাদীস হযরত আবূ হুরায়রা (রা) থেকে পেছনে অতিবাহিত হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সাত আসমানের উপর থেকে আল্লাহ্ তা'আলা সাত ব্যক্তিকে লা'নত করেন এবং একেক জনের প্রতি তিনবার করে লা'নত করেন, অথচ একবার লা'নতই যথেষ্ট। তিনি বলেছেনঃ যে ব্যক্তি কাওমে লুতের (জঘন্য) কাজ করে, সে অভিশপ্ত, যে কাওমে লুতের (জঘন্য) কাজ করে সে অভিশপ্ত, যে কাওমে লুতের (জঘন্য) কাজ করে, সে অভিশপ্ত। অভিশপ্ত ঐ ব্যক্তি, যে গায়রুল্লাহর নামে পশু যবাই করে এবং অভিশপ্ত ঐ ব্যক্তি যে, তার পিতামাতাকে কষ্ট দেয়। আল-হাদীস। তাবারানী ও হাকিম (র) বলেন, হাদীসটির সনদ সহীহ্। পেছনে ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেনঃ যে গায়রুল্লাহর নামে যবাই করে, তার উপর আল্লাহর লা'নত। যে ব্যক্তি যমীনের সীমানা পরিবর্তন করে, তার উপর আল্লাহর লা'নত, এবং যে ব্যক্তি তার পিতামাতাকে গালি দেয়, আল্লাহ তার প্রতি লা'নত বর্ষণ করেন। আল-হাদীস, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3806- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن مجتمعون فَقَالَ يَا معشر الْمُسلمين اتَّقوا الله وصلوا أَرْحَامكُم فَإِنَّهُ لَيْسَ من ثَوَاب أسْرع من صلَة الرَّحِم وَإِيَّاكُم وَالْبَغي فَإِنَّهُ لَيْسَ من عُقُوبَة أسْرع من عُقُوبَة الْبَغي وَإِيَّاكُم وعقوق الْوَالِدين فَإِن ريح الْجنَّة تُوجد من مسيرَة ألف عَام وَالله لَا يجدهَا عَاق وَلَا قَاطع رحم وَلَا شيخ زَان وَلَا جَار إزَاره خُيَلَاء إِنَّمَا الْكِبْرِيَاء لله رب الْعَالمين وَالْكذب كُله إِثْم إِلَّا مَا نَفَعت بِهِ مُؤمنا وَدفعت بِهِ عَن دين وَإِن فِي الْجنَّة لسوقا مَا يُبَاع فِيهَا وَلَا يشترى لَيْسَ فِيهَا إِلَّا الصُّور فَمن أحب صُورَة من رجل أَو امْرَأَة دخل فِيهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
وَتقدم فِي اللواط حَدِيث أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لعن الله سَبْعَة من فَوق سبع سماواته وردد اللَّعْنَة على وَاحِد مِنْهُم ثَلَاثًا وَلعن كل وَاحِد مِنْهُم لعنة تكفيه قَالَ مَلْعُون من عمل عمل قوم لوط مَلْعُون من عمل عمل قوم لوط مَلْعُون من عمل عمل قوم لوط مَلْعُون من ذبح لغير الله مَلْعُون من عق وَالِديهِ الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَتقدم أَيْضا حَدِيث ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لعن الله من ذبح لغير الله وَلعن الله من غير تخوم الأَرْض وَلعن الله من سبّ وَالِديهِ الحَدِيث
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
وَتقدم فِي اللواط حَدِيث أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لعن الله سَبْعَة من فَوق سبع سماواته وردد اللَّعْنَة على وَاحِد مِنْهُم ثَلَاثًا وَلعن كل وَاحِد مِنْهُم لعنة تكفيه قَالَ مَلْعُون من عمل عمل قوم لوط مَلْعُون من عمل عمل قوم لوط مَلْعُون من عمل عمل قوم لوط مَلْعُون من ذبح لغير الله مَلْعُون من عق وَالِديهِ الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَتقدم أَيْضا حَدِيث ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لعن الله من ذبح لغير الله وَلعن الله من غير تخوم الأَرْض وَلعن الله من سبّ وَالِديهِ الحَدِيث
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه