আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮০৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৮০৫. হযরত মু'আযা ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) দশটি কাজ করার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন: ১. আল্লাহর সাথে তুমি কোন কিছু শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, ২. তুমি অবশ্যই পিতামাতাকে কষ্ট দেবে না, যদিও তারা তোমাকে স্ত্রী বর্জনের এবং সম্পদ বর্জনের নির্দেশ দেয়।আল-হাদীস
(আহমাদ অন্যান্যাগণ বর্ণনা করেন। সালাত বর্জন অনুচ্ছেদে পেছনে পূর্ণ হাদীস অতিবাহিত)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3805- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِعشر كَلِمَات قَالَ لَا تشرك بِاللَّه شَيْئا وَإِن قتلت وَحرقت وَلَا تعقن والديك وَإِن أمراك أَن تخرج من أهلك وَمَالك الحَدِيث

رَوَاهُ أَحْمد وَغَيره وَتقدم فِي ترك الصَّلَاة بِتَمَامِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান