আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮০৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৮০৪. হযরত আমর ইবনে মুররা জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ্! আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই এবং আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আমি পাঁচ ওয়াক্ত নামায আদায় করি, আমার সম্পদের যাকাত দেই এবং রমযানের সিয়াম পালন করি। তখন নবী (ﷺ) বলেন: যে বাক্তি এই আমলের উপর মৃত্যুবরণ করবে সে কিয়ামতের দিন আম্বিয়া কিরাম, সিদ্দীক, শহীদ ও নেক্কারদের সাথে থাকবে। এরপর তিনি একটি আঙুল সোজা করে বলেনঃ যতক্ষণে সে তার পিতামাতাকে কষ্ট না দেবে।
(আহমাদ, তাবারানী দু'টি সূত্রে বর্ণনা করেন। তবে তার একটি সূত্র বিশুদ্ধ। ইবনে খুযায়মা ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে সংক্ষেপে বর্ণিত হয়েছে।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3804- وَعَن عَمْرو بن مرّة الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله شهِدت أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله وَصليت الْخمس وَأديت زَكَاة
مَالِي وَصمت رَمَضَان فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من مَاتَ على هَذَا كَانَ مَعَ النَّبِيين وَالصديقين وَالشُّهَدَاء يَوْم الْقِيَامَة هَكَذَا وَنصب أصبعيه مَا لم يعق وَالِديهِ

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أَحدهمَا صَحِيح وَرَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا بِاخْتِصَار
tahqiqতাহকীক:তাহকীক চলমান