আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৭৯৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৯৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: জান্নাতের সুঘ্রাণ পাঁচশ' বছরের রাস্তাব্যাপি ছড়িয়ে থাকবে অথচ দান করে খোটাদানকারী, পিতামাতাকে কষ্টদানকারী ও সর্বদা মদপানে অভ্যস্থ ব্যক্তি তার সুঘ্রাণ পাবে না।
(তাবারানীর সাগীর গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3799- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يراح ريح الْجنَّة من مسيرَة خَمْسمِائَة عَام وَلَا يجد رِيحهَا منان بِعَمَلِهِ وَلَا عَاق وَلَا مدمن خمر

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান