আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮০০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৮০০. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তিন ব্যক্তির ফরয-নফল কোন ইবাদত কবুল করবেন না। তারা হলঃ ১. পিতামাতাকে কষ্টদানকারী, ২. দান করে খোটাদানকারী এবং ৩. তাকদীর আস্বীকারকারী।
(ইবনে আবু আসিম উত্তম সনদে 'কিতাবুস সুন্নাহ্' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। মদপান অধ্যায়ে পূর্বে আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) হতে একটি হাদীস বর্ণিত হয়েছে। আল্লাহ্ চার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে না দেয়া নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন' এবং তাদের তিনি জান্নাতের নি'আমত ভোগ করাবেন না। তারা হল : ১. মদপানে অভ্যস্থ ব্যক্তি, ২. সুদখোর, ৩. অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণকারী এবং ৪. পিতামাতাকে কষ্টদানকারী।
হাকিম বর্ণিত। তিনি বলেনঃ হাদীসের সনদ সহীহ্।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3800- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يقبل الله عز وَجل مِنْهُم صرفا وَلَا عدلا عَاق وَلَا منان ومكذب بِقدر

رَوَاهُ ابْن أبي عَاصِم فِي كتاب السّنة بِإِسْنَاد حسن وَتقدم فِي شرب الْخمر حَدِيث أبي هُرَيْرَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع حق على الله أَن لَا يدخلهم الْجنَّة وَلَا يذيقهم نعيمها مدمن الْخمر وآكل الرِّبَا وآكل مَال الْيَتِيم بِغَيْر حق والعاق لوَالِديهِ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান