আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৭৯৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৯৮. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর ইবনে আ'স (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। তারা হলঃ ১. মদ্যপানে অভ্যস্থ ব্যক্তি, ২. পিতামাতাকে কষ্টদানকারী এবং ৩. দায়ূস যে তার ঘরে সর্বদা ব্যভিচার অব্যাহত রাখে।
(আহমাদ নিজ শব্দে, নাসাই বাযযার ও হাকিম বর্ণিত। হাকিম (র) বলেন: বর্ণনা সূত্র সহীহ।)
(আহমাদ নিজ শব্দে, নাসাই বাযযার ও হাকিম বর্ণিত। হাকিম (র) বলেন: বর্ণনা সূত্র সহীহ।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3798- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة
حرم الله تبَارك وَتَعَالَى عَلَيْهِم الْجنَّة مدمن الْخمر والعاق والديوث الَّذِي يقر الْخبث فِي أَهله
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالْبَزَّار وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
حرم الله تبَارك وَتَعَالَى عَلَيْهِم الْجنَّة مدمن الْخمر والعاق والديوث الَّذِي يقر الْخبث فِي أَهله
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالْبَزَّار وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد