আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৭৯৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৯৭. হযরত ইবনে উমার (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তিন ব্যক্তির প্রতি আল্লাহ্ কিয়ামতের দিন তাকাবেন না। তারা হলঃ ১. পিতামাতার অবাধ্য সন্তান ২. সর্বদা মদপানে অভ্যস্থ ব্যক্তি এবং ৩. দান করে খোটাদানকারী। আর তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তারা হল: ১. পিতামাতার সাথে অসদাচরণকারী, ২. দায়স এবং ৩. পুরুষ বেশী নারী।
নাসাঈ ও বাযযার নিজ শব্দে দু'টি উত্তম সনদে এবং হাকিম বর্ণনা করেন। হাকিম (র) বলেনঃ বর্ণনা সূত্র বিশুদ্ধ।
(ইবনে হিব্বান (র) তাঁর সহীহ গ্রন্থে হাদীসের প্রথম অর্ধেক বর্ণনা করেছেন।
الديوث - যার ঘরে তার জ্ঞাতসারে সর্বদা ব্যভিচার হচ্ছে।
والرجلة - পুরুষ বেশী নারী।)
নাসাঈ ও বাযযার নিজ শব্দে দু'টি উত্তম সনদে এবং হাকিম বর্ণনা করেন। হাকিম (র) বলেনঃ বর্ণনা সূত্র বিশুদ্ধ।
(ইবনে হিব্বান (র) তাঁর সহীহ গ্রন্থে হাদীসের প্রথম অর্ধেক বর্ণনা করেছেন।
الديوث - যার ঘরে তার জ্ঞাতসারে সর্বদা ব্যভিচার হচ্ছে।
والرجلة - পুরুষ বেশী নারী।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3797- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا ينظر الله إِلَيْهِم يَوْم الْقِيَامَة الْعَاق لوَالِديهِ ومدمن الْخمر والمنان عطاءه وَثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة الْعَاق لوَالِديهِ والديوث والرجلة
رَوَاهُ النَّسَائِيّ وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ بِإِسْنَادَيْنِ جَيِّدين وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وروى ابْن حبَان فِي صَحِيحه شطره الأول
الديوث بتَشْديد الْيَاء هُوَ الَّذِي يقر أَهله على الزِّنَا مَعَ علمه بهم
والرجلة بِفَتْح الرَّاء وَكسر الْجِيم هِيَ المترجلة المتشبهة بِالرِّجَالِ
رَوَاهُ النَّسَائِيّ وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ بِإِسْنَادَيْنِ جَيِّدين وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وروى ابْن حبَان فِي صَحِيحه شطره الأول
الديوث بتَشْديد الْيَاء هُوَ الَّذِي يقر أَهله على الزِّنَا مَعَ علمه بهم
والرجلة بِفَتْح الرَّاء وَكسر الْجِيم هِيَ المترجلة المتشبهة بِالرِّجَالِ