আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৫৭
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৫৭. হযরত আবু দারদা (বা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা চতুষ্পদ জন্তুর সাথে যে ব্যবহার কর, তা যদি আল্লাহ ক্ষমা করেন, তবে তিনি তোমাদের অনেক (গুনাহ) ক্ষমা করবেন।
(আহমাদ, বায়হাকী মারফু' সনদ সূত্রে বর্ণনা করেন। আবদুল্লাহ (রা) তাঁর যিয়াদত গ্রন্থে আবু দারদা (রা) হতে মাওকুফ বর্ণনা করেন, তাঁর সনদ সূত্র বিশুদ্ধ ও উত্তম।)
(আহমাদ, বায়হাকী মারফু' সনদ সূত্রে বর্ণনা করেন। আবদুল্লাহ (রা) তাঁর যিয়াদত গ্রন্থে আবু দারদা (রা) হতে মাওকুফ বর্ণনা করেন, তাঁর সনদ সূত্র বিশুদ্ধ ও উত্তম।)
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3757- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو غفر لكم مَا تأتون إِلَى الْبَهَائِم لغفر لكم كثيرا
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ مَرْفُوعا هَكَذَا وَرَوَاهُ عبد الله فِي زياداته مَوْقُوفا على أبي الدَّرْدَاء وَإِسْنَاده أصح وَهُوَ أشبه
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ مَرْفُوعا هَكَذَا وَرَوَاهُ عبد الله فِي زياداته مَوْقُوفا على أبي الدَّرْدَاء وَإِسْنَاده أصح وَهُوَ أشبه