আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৫৬
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৫৬. অন্য বর্ণনায় আছে, যদি আল্লাহ্ আমাকে ও ইবনে মারইয়াম (আ)-কে যা সে করেছে, 'তার কারণে শাস্তি দেন অর্থাৎ তিনি তাঁর বৃদ্ধা ও অনমিকা অঙ্গুলী উঠিয়ে বলেছেন: আল্লাহ্ যদি আমাদের উভয়কে শাস্তি দেন, তবুও তিনি আমাদের শাস্তি দানের ব্যাপারে যালিম হবে না। ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3756- وَفِي رِوَايَة لَو يؤاخذني الله وَابْن مَرْيَم بِمَا جنت هَاتَانِ يَعْنِي الْإِبْهَام وَالَّتِي تَلِيهَا لعذبنا الله ثمَّ لم يظلمنا شَيْئا
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه