আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৫৫
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৫৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি আল্লাহ্ তা'আলা আমাকে ও ঈসা ইবনে মারইয়ামকে গুনাহের কারণে ধরেন, তবে তিনি আমাদেরকেও শাস্তি দিতে পারেন এবং তাঁর এ শাস্তি দান (আমাদের উপরে) যুলম হবে না। তিনি উপরোক্ত মন্তব্য করতে যেয়ে তর্জনী ও অনামিকা অঙ্গুলী একত্র করেন।
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3755- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو أَن الله يؤاخذني وَعِيسَى بذنوبنا لعذبنا وَلَا يظلمنا شَيْئا
قَالَ وَأَشَارَ بالسبابة وَالَّتِي تَلِيهَا
قَالَ وَأَشَارَ بالسبابة وَالَّتِي تَلِيهَا