আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৫৮
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৫৮. আবু আহওয়াস (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা ইবনে মাসউদ (রা) নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন।
وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى
"আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূ-পৃষ্ঠে কোন জীব-জন্তুকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। এরপর তাদের নির্দিষ্ট কাল ঘনিয়ে এলো, আল্লাহ তো হলেন তাঁর বান্দাদের কর্মের সম্যক দ্রষ্টা" (সূরা ফাতির: ৪৫)। তিনি বলেন: বনী আদমের গুনাহের কারণে একটি ক্ষুদ্রকীটও তার গর্তে শাস্তি পায়।
الجعل - ক্ষুদ্র কীট।
وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى
"আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূ-পৃষ্ঠে কোন জীব-জন্তুকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। এরপর তাদের নির্দিষ্ট কাল ঘনিয়ে এলো, আল্লাহ তো হলেন তাঁর বান্দাদের কর্মের সম্যক দ্রষ্টা" (সূরা ফাতির: ৪৫)। তিনি বলেন: বনী আদমের গুনাহের কারণে একটি ক্ষুদ্রকীটও তার গর্তে শাস্তি পায়।
الجعل - ক্ষুদ্র কীট।
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3758- وَعَن أبي الْأَحْوَص قَالَ قَرَأَ ابْن مَسْعُود وَلَو يُؤَاخذ الله النَّاس بِمَا كسبوا مَا ترك على ظهرهَا من دَابَّة وَلَكِن يؤخرهم إِلَى أجل مُسَمّى فاطر 54 الْآيَة فَقَالَ كَاد الْجعل يعذب فِي جُحْره بذنب ابْن آدم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
الْجعل بِضَم الْجِيم وَفتح الْعين دويبة تكَاد تشبه الخنفساء تدحرج الروث
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
الْجعل بِضَم الْجِيم وَفتح الْعين دويبة تكَاد تشبه الخنفساء تدحرج الروث