আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৫২
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৫২. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: বান্দা গুনাহের কারণে রিযক থেকে বঞ্চিত হয়।
(নাসাঈ বিশুদ্ধ সনদ সূত্রে, ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে কিছু শব্দ বাড়িয়ে বর্ণনা করেছেন এবং হাকিম তিনি বলেন: হাদীসটির সনদ সহীহ।)
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3752- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الرجل ليحرم الرزق بالذنب يُصِيبهُ

رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه بِزِيَادَة وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান