আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৫১
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৫১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তুমি গুনাহ (সগীরা)-কে তুচ্ছ মনে করা থেকে বিরত থাক। কেননা, গুনাহ ছোট হলেও আল্লাহর পক্ষ থেকে তার জবাবদিহি হতে পারে।
(নাসাঈ, নিজ শব্দে, ইবনে মাজা ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। ইবনে হিব্বানের শব্দেমালায় ذنوب শব্দের পরিবর্তে أعمال বলা হয়েছে।)
(নাসাঈ, নিজ শব্দে, ইবনে মাজা ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। ইবনে হিব্বানের শব্দেমালায় ذنوب শব্দের পরিবর্তে أعمال বলা হয়েছে।)
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3751- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَا عَائِشَة إياك ومحقرات الذُّنُوب فَإِن لَهَا من الله طَالبا
رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ الْأَعْمَال بدل الذُّنُوب
رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ الْأَعْمَال بدل الذُّنُوب