আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৫০
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৫০. হযরত সা'দ ইবনে জুনাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন হুনায়নের যুদ্ধ থেকে অবসর হন, তখন ফেরার পথে আমরা এমন এক ময়দানে অবতরণ করলাম, যেখানে কিছুই ছিল না। রাসূলাল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা যে যা পাও নিয়ে এসো। যে ব্যক্তি একটি হাড় পাবে অথবা দাঁত পাবে, তা নিয়ে আসবে। বর্ণনাকারী বলেন: কিছুক্ষণ যেতে না যেতেই লাকড়ীর স্তূপ জমে গেল। নবী (ﷺ) বললেনঃ তোমরা এ দৃশ্য দেখছ কি? তোমরা যেভাবে লাকড়ী একত্র করেছ, তদ্রূপ তোমাদের মধ্যকার অপরাধীর গুনাহ্ও একত্র করা হবে। কাজেই সে যেন আল্লাহকে ভয় করে। আর কবীরা-সগীরা কোন গুনাহই যেন না করে। কেননা, প্রত্যেকটি গুনাহর হিসাব তার আমলনামায় আসবে।
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3750- وَرُوِيَ عَن سعد بن جُنَادَة رَضِي الله عَنهُ قَالَ لما فرغ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حنين نزلنَا قفرا من الأَرْض لَيْسَ فِيهَا شَيْء فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اجْمَعُوا من وجد شَيْئا فليأت بِهِ وَمن وجد عظما أَو سنا فليأت بِهِ قَالَ فَمَا كَانَ إِلَّا سَاعَة حَتَّى جَعَلْنَاهُ ركاما فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَتَرَوْنَ هَذَا فَكَذَلِك تجمع الذُّنُوب على الرجل مِنْكُم كَمَا جمعتم هَذَا فليتق الله رجل فَلَا يُذنب صَغِيرَة وَلَا كَبِيرَة فَإِنَّهَا محصاة عَلَيْهِ