আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৪৯
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৪৯. হযরত সাহল ইবনে সা'দ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা গুনাহ (ক্ষুদ্র হলেও) তুচ্ছ মনে করা থেকে বিরত থাক। কেননা, সাগীরা গুনাহকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা ঐ সম্প্রদায়ের ন্যায় কাজ হবে, যারা একটি মাঠে অবতরণ করল এবং তারা প্রত্যেকে একটি করে লাকড়ী এনে বিরাট স্তূপ গড়ে তুললো। এমন কি লাকড়ী দ্বারা তাদের রুটি আগুনে ছেঁকে নিল। গুনাহকে তুচ্ছ মনে করা উচিত নয়। যখন গুনাহ অপরাধীকে ধরবে, তখন তাকে সে ধ্বংস করে ছাড়বে।
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীদের বর্ণনা দলীলরূপে গণ্য।)
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3749- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إيَّاكُمْ ومحقرات الذنوبفإنما مثل محقرات الذُّنُوب كَمثل قوم نزلُوا بطن وَاد فجَاء ذَا بِعُود وَجَاء ذَا بِعُود حَتَّى حملُوا مَا أنضجوا بِهِ خبزهم وَإِن محقرات الذُّنُوب مَتى يَأْخُذ بهَا صَاحبهَا تهلكه

رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান