আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৫৩
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৫৩. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি মনে করি লোকে যেভাবে শেখে, গুনাহ করার কারণে সে তা ভুলে যায়।
(তাবারানীর কাবীর গ্রন্থে মাওকূফ সনদে বর্ণিত। কেবলমাত্র কাসিম ব্যতীত অবশিষ্ট বর্ণনাকারীগণ বিশ্বস্ত।
কেননা, তিনি তার দাদা আবদুল্লাহ্ (রা) থেকে শুনেন নি।)
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3753- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ إِنِّي لأحسب الرجل ينسى الْعلم كَمَا تعلمه للخطيئة يعملها

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا وَرُوَاته ثِقَات إِلَّا أَن الْقَاسِم لم يسمع من جده عبد الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান